আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে দুজন গাঁজা কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। মোটরসাইকেলের ছিটের নিচে লুকিয়ে রাখা এক ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ধরা পড়ে তারা।
গতকাল বুধবার ভোরে উপজেলার চকতাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ঝাড়ঘড়রিয়া এলাকার সোহেল রানা (৩৪) ও শাহপুর এলাকার রিপন (৩৫)।
র্যাব-৫ জয়পুরহাট ফাঁড়ি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহেল রানা একজন পরিচিত মাদক ব্যবসায়ী। আর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কিনতেন রিপন।
নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে অর্থ যোগাতেন তিনি। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর গোয়েন্দা দল সোহেল রানার গতিবিধি পর্যবেক্ষণ করা শুরু করে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে মোটরসাইকেলের ছিটের নিচে লুকিয়ে রাখা গাঁজা বহনকালে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ।
Leave a Reply