আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ জেলা সংবাদদাতা:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নওগাঁ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক।
রোববার (১৭ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলার কাছে তিনি প্রার্থিতা প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন। তবে এ বিষয়ে আব্দুল মালেকের কোন বক্তব্য পাওয়া যায়নি।
নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, আব্দুল মালেক ব্যক্তিগত কারণে প্রার্থিতা প্রত্যাহার করছেন বলে উল্লেখ করেছেন। আমরা তার আবেদন গ্রহণ করেছি।
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ
১৭/১২/২৩
Leave a Reply