পাবনা,সাঁথিয়া প্রতিনিধি।
পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় গাগড়াখালি থেকে সোনাতলা নতুন মিনি মহাসড়ক দিয়ে চলাচলের সময় দেখা যাবে দুই পাশেই পুরো সড়ক জুড়ে বা কোথাও কোথাও খানিকটা অংশ জুড়ে ধানের মৌসুমে ধান মাড়াই, ধানের খড়,ধান ও গরুকে খাওয়ানো ঘাসের ডাটা শুকানোর কাজ করে থাকে অসংখ্য মানুষ।
এমনি মহাসড়কের দুই পাশ দখল করে গাছের গুড়ি, ইট, বালু রাখা হচ্ছে। এই মহাসড়ক সংলগ্ন অধিবাসীরা মহাসড়ককে নিজেদের মত করে ব্যবহার করছেন।এতে করে সড়ক দূর্ঘটনার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে।
এছাড়াও স্হানীয় সচেতন নাগরিক সমাজ জানায়, এখন কৃষকদের খড় শুকানোর সময় কিন্তু রাস্তার উপরে খড় শুকাতে দিয়েছে তারা এর জন্য যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে এর দায়ভার কে নেবে?
এছাড়াও শুধু সোনাতলা- গাগড়াখালি না, সাঁথিয়া থেকে মাধপুরের রাস্তায় অনেক জায়গাতেই খড় দিয়ে রাস্তা ব্লক করে রেখেছে মহল্লার লোকজন।
এতে বিশেষ করে যারা বাইক নিয়ে যাতায়াত করে তাদের জন্য তৈরি হচ্ছে মরণ ফাঁদ।জনসাধারণ প্রশাসনের কাছে জোড় দাবি জানান , অন্ততপক্ষে রাস্তা থেকে এই খড় অপসারণ করা হয় যাতে কোনো ধরনের বড় দুর্ঘটনা না ঘটে৷ এবং এই রকম যেনো ভবিষ্যতে আর না ঘটে সেই ব্যপারে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
Leave a Reply