সাঁথিয়া প্রতিনিধি :
পাবনা–১ আসনের সাঁথিয়ায় স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের প্রচার মিছিলে নৌকা সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলালসহ ৮–১০ জন আহত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় সাঁথিয়া পৌর সদরের বোয়ালমারী বাজারে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনকে সাথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে বোয়ালমারী বাজারে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাঈদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনী মিছিল বের করেন নেতা–কর্মী ও সমর্থকরা।
মিছিলটি উপজেলা আওয়ামী লীগের অফিস পার হওয়ার সময় পেছন থেকে ইট–পাটকেল ছুঁড়ে হামলা চালায় নৌকার সমর্থকরা। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়।
আহতদের সাঁথিয়া ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের সমর্থক ওবেড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলাল বলেন, ‘আমরা মিছিল নিয়ে বের হলে নৌকার সমর্থকরা সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে থেকে আমাদের ওপর হামলা করে। হামলায় আমিসহ আমার ১০ থেকে ১২ জন নেতা–কর্মী আহত হয়েছে।’
আবু সাইয়িদের আরেক সমর্থক মিরাজুল ইসলাম প্রামানিক বলেন, ‘আমাদের মিছিলে নৌকার সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে আমাদের ১০ থেকে ১২ জন নেতা–কর্মীকে আহত করেছে। গতকাল আমাদের নির্বাচনী প্রচারে প্রতিপক্ষরায় হামলা চালিয়েছে। এভাবে তারা প্রায়ই আমাদের নেতা–কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।’
নৌকা প্রতীকের সমর্থক ও সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন বলেন, ‘সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের অফিসের পাশে বসে ছিলাম। এ সময় মিছিল থেকে আমাদের ওপর ইট–পাটকেল ছুড়ে কিছু যুবক। আমাদের একটি মোটরসাইকেল শো–ডাউন আওয়ামী লীগ অফিসে আসার সময় হামলা করে তারা। এ সময় পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘মিছিলে হামলার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।’
Leave a Reply