তাওহীদ আল উসামা, অভয়নগর থেকে
অভয়নগরের চলিশিয়া ইউনিয়নে বলারাবাদের ভাঙ্গা সড়ক পরিদর্শন করলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়। গতকাল শুক্রবার বিকালে বলারাবাদবাসীর আহবানে সাড়া দিয়ে কোটা শেখপাড়া টু বলারাবাদ সড়কটি ঘুরে দেখেন। এবং দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কারের নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। জানা যায়, ভবদহের জলাবদ্ধতায় প্রতি বছর এ সড়কটি ভেঙ্গে চলাচলের সম্পুর্ন অনুপযোগী হয়ে পড়ে। সড়কটি পানির নিচে তলিয়ে থাকায় চরম ভোগান্তির শিকার হন ২ গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ।
তখন যাতায়াতের একমাত্র অবলম্বন হয়ে ওঠে নৌকা। মৃত ব্যক্তির লাশ দাফন বা সৎকার করতে সৃষ্টি হয় নানা প্রতিকুলতা। বলারাবাদ গ্রামের বাসিন্দা বিধান মন্ডল জানান, বৃষ্টির মৌসুমে এ সড়কে পানি থাকে কমর পর্যন্ত। অন্যন্য সময় সড়কের অস্তিত্ব বুঝে ওঠা মুশকিল হয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে মাননীয় এমপি মহাদয়কে অবহিত করলে তিনি আজ পরিদর্শনে আসেন, উনার আগমনে আমরা স্বপ্ন দেখছি আশাকরি প্রতিশ্রতি অনুযায়ী সড়কটি দ্রুত সংস্কার হবে।
কোটা গ্রামের কৃষক কামরুল ইসলাম জানান, এ সড়কটির বেহাল অবস্থার কারণে বিল থেকে ধান কেটে ঘরে তোলা কষ্টসাধ্য হয়ে পড়ে। যদি সড়কটির স্থায়ী সংস্কার করা যায় তবে কৃষকের উৎপাদিত কৃষিপণ্য আনা নেওয়ায় যুগান্তকারী ভুমিকা রাখবে। যাতায়াতের কষ্ট লাঘব হবে ২ গ্রামের মানুষের। এসময় উপস্থিত ছিলেন ৩নং চলিশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সানা আঃ মান্নান, ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাকির হোসেন তরফদার, ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান মজুমদার, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিয়ার রহমান সরদার, সেলিম মজুমদার, সাংবাদিক কামরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply