উদয় কুমার দাশ, সাতক্ষীরা প্রতিনিধি;
সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ ।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে গত বৃহস্পতিবার ১৯ মে ২০২২ইং তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় তামাক বিরোধী কর্মশালা । উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা । অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মোঃ রেজা রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা। এছাড়াও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও তামাকমুক্ত করণে সম্ভাব্য করণীয় বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন, পুলক চক্রবর্তী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, ডাঃ মোঃ হুসাইন শাফায়াত, সিভিল সার্জন, সাতক্ষীরা। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এই ফাউন্ডেশন এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্প কর্মকর্তা, কাজী মোঃ হাসিবুল হক; মৌমাছি এর নির্বাহী পরিচালক, সুশান্ত মল্লিকসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা। প্রশিক্ষণ সভায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলার তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সকল সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাগন । এসময় প্রশিক্ষণটির সার্বিকভাবে পরিচালনা করেন কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সাতক্ষীরা।
তামাক নিয়ন্ত্রণে আয়োজিত কর্মশালায়, তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট কার্যকরের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান মুক্ত করণ, তামাক বিরোধী প্রচার প্রচারণা জোরদার, স্থানীয় সরকারের গাইডলাইন বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের বিক্রয় ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে আইন বাস্তবায়ন করা হবে বলে জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা।
Leave a Reply