মোঃতৌফিক হাসান,কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলা আলু চাষিরা আলুর দাম বেশি হওয়ার কারণে এ বছর আলু চাষের উপর কৃষকদের আগ্রহ বাড়ে। এ বছরের শুরুতে আলুর গাছ বেশ তরতাজা হয়ে উঠছিল। কিন্তু প্রকৃতির আবহাওয়া হঠাৎ করে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে আলুর গাছ লেটব্লাইট রোগে আক্রান্ত হয়ে আলুর গাছ পচন ধরে মারা যাচ্ছে। আর আলু চাষিরা আলু গাছকে রক্ষা করতে তিন দিন পর পর ছত্রাকনাশক স্প্রে করে ও এ রোগ প্রতিরোধ করতে পারছেনা আলু চাষিরা। তারা বলেন এমন অবস্থা চলতে থাকলে আলুর উৎপাদন অধেক নেমে আসার সম্ভাবনা আছে। আলু চাষিরা জানান বর্তমানে আলু আবাদ খুব ব্যায় বহুল হওয়ার কারণে তারা চিন্তায় আছেন ।উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী একটি পৌর সভা সহ ৯ টি ইউনিয়ন সব মিলে ৬ হাজার ৩৭০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির আলু চায় করা হইয়াছে।পৌর এলাকার কৃষক মোঃ তাজুল ইসলাম, মুরইল ইউনিয়নে ধাওপাড়া গ্রামের মোঃ আমজাদ হোসেন, পাইকড় ইউনিয়নের আড়োলা গ্রামের মোঃ শিপন ,আলু চাষিরা জানান অধিক লাভের আশায় এ বছর বেশি করে আলু চায় করি। কিন্তু হঠাৎ করে কয়েক দিনের প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে আলুর গাছ মরে যাচ্ছে। বাজারে কোন কীটনাশক ব্যাবহার করে ও ভালো ফল পাওয়া যাচ্ছে না। কাহালু উপজেলা কৃষি অফিসার মোছাঃ জান্নাতুল ফেরদৌস বলেন কয়েক দিনের ঘন কুয়াশার কারণে আলুর গাছ লেটব্লাইট রোগ দেখা দিয়েছে। ঘন কুয়াশার ও ঠান্ডা কমে গেলে আলুর গাছ গুলো আবার সতেজ হয়ে উঠবে। তিনি আর ও বলেন কৃষি সম্প্রসারণ অফিসার সহ উপজেলার ৯ টি ইউনিয়নে উপসহকারী কৃষি অফিসার মাঠে কৃষকদের আলু গাছ রক্ষার জন্য সঠিক কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন।
Leave a Reply