খোরশেদ আলম রনি
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জে আওলাদে রাসুল (সাঃ) ছাইয়্যেদ তাহের আহমাদ জাবেরী আল মাদানী (রাঃ)৩দিন ব্যাপী ৫৯তম আজিমুশশ্বান ইছালে ছাওয়াব মাহফিলের আয়োজন করা হইয়াছে।আগামী ১ ফেব্রুয়ারি শুরু হয়ে ৩ ফেব্রুয়ারী আখেরি মুনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। উপজেলার হায়দার গঞ্জ তাহেরীয়া ঈদগাহ্ ময়দানে এবারের মাহফিলের স্হান নির্ধারণ করা হয়েছে। গত ১৫ জানুয়ারী থেকে পুরোদমে চলছে মাঠের প্রস্তুতি।মাহফিল এন্তেজামিয়া কমিটির সেক্রেটারি সাইয়্যেদ তাহের জাবেরী বলেন বৃহত্তর নোয়াখালীতে সবচেয়ে বড় জামায়েত এই মাহফিল তবে সেখানে ৩ লাখের বেশি মুসল্লির মিলন মেলা হবে বলে প্রত্যাশা করেছি। এবার দেশের বিভিন্ন স্হান থেকে দেশ বরোন্য উলামায়ে কিরাম পীর মাশায়েখ ও বুজুর্গানে দ্বীনগন তাশরিফ আনিবেন।
সরোজমিনে মাহফিলের মাঠে গিয়ে দেখা যায়, প্রায় শতাধিক লোক বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিরতিহীন ভাবে মাঠের নানা দিক প্রস্তুতি করছেন। এছাড়াও মেহমানদের জন্য কামরা টয়লেট, পানির লাইন, লাইট ও শব্দ যন্ত্র স্থাপনের কাজ করছেন।
মাঠের কাজে কর্মরত চট্টগ্রামের ইকবাল হোসেন জানান,আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে, কেউ পেন্ডেলের কাজ করে, আবার কেউ লাইটিং এবং সংশ্লিষ্টরা মেহমানদের
জন্য কামরা, তাঁবু, টয়লেট,পানির
লাইন,ভিতরের রাস্তা এবং মাইক স্থাপনের
কাজ করছেন।তিনি আরো জানান,মাহফিলের গেটের জন্য প্রায় ৫০০শত তাবুর জন্য প্রয় ২৫০০ বাঁশ ব্যবহার করা হয়েছে। অন্য দিকে রায়পুর পল্লী বিদ্যুৎ বিভাগ ৩ দিনের এ আয়োজনে জন্য মাঠে অস্থায়ী বিদ্যুৎ স্থাপন করবেন।
খোরশেদ আলম রনি
তাং ২৫/০১/২০২৪
লক্ষীপুর
Leave a Reply