নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের সামারকোল গ্রামের দিনমজুর সানোয়ারের কন্যা বিপাশা (১১) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন প্রদীপ নিভু নিভু। হাসি খুশি প্রাণোচ্ছল এই সময়ে কে জানতো মরনব্যাধি ক্যান্সার বাসা বাঁধবে? দরিদ্র পরিবারের হলেও মেধাবী বিপাশা বাঁচতে চায়।
আল্লাহর রহমত, সকলের দোয়া এবং সহযোগিতায় বাঁচতে পারে বিপাশা। আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
জানা যায়, ৩ মাস আগে জ্বর হয় বিপাশা। সাথে টনসিল ফুলে যায়। রাজশাহীতে টনসিলের অপারেশন করে তার পরিবার। একটু সুস্থ হয়ে উঠতেই আবারও অসুস্থ হয়ে ডাক্তারের দ্বারস্থ হয়। নাটোর মিশন হাসপাতালে চিকিৎসা করে। সেখানে ব্লাডে ক্যান্সারের প্রাথমিক সমস্যা ধরা পড়ে। সিরাজগঞ্জের ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তার বলে উন্নত চিকিৎসা সহ অপারেশন করতে ৫/৬ লক্ষ প্রয়োজন। অপারেশন করলে স্বাভাবিক হয়ে উঠার সম্ভাবনা রয়েছে।
বিপাশা ছোট কালিকাপুর বে: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী । চককালিকাপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। তিন মাস ধরে ডাক্তার আর ঔষধের পেছনে ছুটতে গিয়ে হাঁপিয়ে উঠেছে দিনমজুর এই পরিবার।
বিপাশার ভাই বিশাল হোসেন ( ১৮) অর্থের অভাবে পড়ালেখা বাদ দিয়ে এখন চায়ের দোকান দিয়েছে। বিপাশার চিকিৎসার খরচ চালানোর সামর্থ্য নেই। এই অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে এই পরিবারের আকুল আবেদন।
সংবাদ পেয়ে ছুটে যান সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক রবিন খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ সরকার, সাংবাদিক রানা মাসুদ। তারা সার্বিক খোঁজ খবর নেন।
চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা, সামারকোল গ্রামের মির্জা রাগীব আহসান রবি,
ইউপি সদস্য সুজন আলী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ভুলু, মেয়ের মামা মো: সাজ্জাদ হোসেন সহ অনেকের সাথে এই প্রতিনিধির কথা হয়। তারা সবাই এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ডাক,
টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি সহ বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
যদি কেউ সহযোগিতা করতে চান, বিকাশ নং ০১৩১৩-৫৭৩৬৫৬ ( মেয়ের বড়ভাই বিশাল)
অগ্রণী ব্যাংক লিমিটেড, নাজিপুর শাখা, গুরুদাসপুর উপজেলা, নাটোর। সঞ্চয়ী হিসাব নং ০২০০০২১৬৯১১৪৭
( মেয়ের বাবা)
Leave a Reply