নিউজ ডেস্ক :
রাজধানীর মেরাদিয়া এলাকার নিখোঁজ তিন কিশোরীর সন্ধান মেলেনি ১০ দিনেও। দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের টানে তারা বাড়ি ছেড়েছে বলে জানিয়েছে তাদের পরিবার।
পাওয়া গেছে এমন চিঠিও। এ ঘটনায় কিশোরীদের পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের ধারণা, সংঘবদ্ধ প্রতারক চক্রের খপ্পরে পড়েছে এই তিন কিশোরী।
গত ২৯ জানুয়ারি বাড়ি ছেড়ে যায় রাজধানী মেরাদিয়া এলাকার তিন বান্ধবী। সিসি ক্যামেরায় দেখা যায়, রিকশায় করে যাওয়ার দৃশ্য। এরপর থেকেই তাদের আর খোঁজ পাওয়া যায়নি।
কিশোরীদের পরিবার বলছে, বেশিরভাগ সময়ই তারা ইউটিউবে বিটিএস এর বিভিন্ন ভিডিও দেখতো। বাড়ি ছাড়ার আগে এক কিশোরীর একটি চিঠিও পাওয়া গেছে, যেখানে বিটিএস তারকাকে বিয়ের ইচ্ছার কথা লেখা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রতারকদের খপ্পরে পড়েছে বলে ধারণা বাবা-মায়ের।
নিখোঁজ এক কিশোরীর মা বলেন, কোনো কিছুই বলে যায়নি। তারা তিন বান্ধবি চলে গেছে। এক বান্ধবী আগে গেছে। পরে তাঁর মেয়েসহ আরেক বান্ধবী গেছে।
তারা পাচারকারীদের ফাঁদে পড়েছে কি না—সেটি মাথায় রেখেই তদন্ত করছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, সীমান্ত ও বিনোদনকেন্দ্রগুলোকে এই তিন কিশোরীর বিষয়ে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বিনোদনকেন্দ্রগুলোতেও তাদের যাওয়ার একটা সম্ভাবনা আছে।
Leave a Reply