নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাড.ওমর ফারুক সুমন বলেছেন,বঙ্গবন্ধুর নেতৃত্বে একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল, বর্তমানে একমাত্র বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বিষবৃক্ষকে সমূলে তুলে ফেলবো আমরা। ২১শে ফেব্রুয়ারি বুধবার সকালে আত্রাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২ টা ১ মিনিটে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করা হয়। সকাল ১০ টায় প্রভাতফেরী উপজেলার প্রধান সড়ক ঘুরে উপজেলা প্রশাসন চত্বরে জমায়েত হয়ে উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং দুপুরে শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাড.ওমর ফারুক সুমন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অঞ্জন কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রোকসানা হ্যাপি, আত্রাই থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম,উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম,
এ সময়ে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধিগণ প্রমুখ।
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।
Leave a Reply