ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে ডিভিএম ডিগ্রী অর্জন করার পরেই জামালপুরের ইসলামপুর উপজেলার বোয়ালমারী নিজ গ্রামে জুনাইন সাইয়ারা পোল্ট্রি খামার নামে লেয়ার মুরগী পালন শুরু করেন কৃষিবিদ শফিকুর রহমান শিবলী। নানা প্রতিকুলতা ও চড়াই উৎরাই পারি দিয়ে এখন তার খামারে রয়েছে ৬ হাজার মুরগীর সেট। কৃষিবিদ শফিকুর রহমান শিবলী পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি মেডিসিনে এমএস ডিগ্রী অর্জন করেন। নিজ এলাকায় প্রতিষ্ঠা করেন ডাঃ শিবলী ভেটেরিনারি কর্ণার নামে প্রাইভেট প্রাণি চিকিৎসা,মেডিসিন ও ফিড সেল কেন্দ্র।
কৃষিবিদ শফিকুর রহমান শিবলী ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের কৃষি শিক্ষা বিষয়ে লেকচারার হিসাবে কর্মরত আছেন। তিনি
ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতি, পরবর্তীতে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ ইসলামপুর উপজেলা শাখার কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসাবে রাজনীতিতে সক্রিয় আছেন। কৃষিবিদ শফিকুর রহমান শিবলী বলেন,
একজন লেয়ার খামারীর সাফল্য ধারা হিসাবে আজ যমুনা টিভিতে ফার্ম ও আমাকে নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হওয়ায় আজ আবার অনুপ্রানিত হলাম। তিনি আরোও বলেন, পরিশ্রম কখনো বিফলে যায় না। কঠোর পরিশ্রম করলে সবকিছু করা সম্ভব। বর্তমানে আমার ফার্মে ৬ হাজার মুরগী আছে। আমার চিন্তাধারা হলো ফার্মটিকে ৬ হাজার থেকে ২০ হাজার সেটে পরিণত করা এবং এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তরুণ এ উদ্যোক্তার সাফল্যে এলাকায় আনন্দ বিরাজ করছে।
Leave a Reply