ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর দূর্গম চরাঞ্চলে জমি দখলের পায়তারা করে নিরীহ পরিবারদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি করার অভিয়োগ পাওয়া গেছে। অভিযোগ সূ্ত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের শফিকুল আলম ডাবল মুন্সি, তাহের খলিফা, জহুরুল মন্ডল, মজিবুর মন্ডল, ফেক্কু মন্ডল, আজিজ মন্ডল ও বাদলসহ একটি ভূমি দস্যুচক্র একই উপজেলার সাপধরী ইউনিয়নের যমুনার দুর্গমচরাঞ্চলের চেঙ্গানিয়া ও কাঠমা গ্রামে গত দুই মাসে নিরীহ ২০টি পরিবারদের বিরুদ্ধে পৃথক পৃথক বাদী হয়ে ৫০জনকে আসামী করে ৩টি মামলা দায়ের করেছে। মামলায় যেসকল অভিযোগ করা হয়েছে তা হলো জমি দখল,বসতভিটা ভাংচুর, গবাদিপশু চুরি। সরেজমিনে গিয়ে ঘটনাস্থল খোঁজ নিয়ে তার কোন ভিত্তি ও সত্যতা পাওয়া যায়নি। ভোক্তভোগী আব্দুল হক বাক্কা প্রমানিক, লুকমান, সহিদুর মাস্টার, মেহের আলী, হেলাল, হামেদসহ স্থানীয় লোকজন জানান, ভূমি দস্যুরা আমাদের জমাজমি বেদখল করতে মিথ্যা ঘটনা সাজিয়ে আমাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা দায়ের করেছে। মামলার বাদী পক্ষের সাথে আমাদের কখনও মুখোমুখি হওয়ার কোনও ঘটনা ঘটেনি। মামলায় যেখানে ঘরবাড়ি লুটপাট ও গরু চুরি ঘটনা কথা বলা হয়েছে সে ঘটনাস্থলে কোন ফসলী জমি ছাড়া কোন বসতভিটা নেই। এ ব্যাপারে অভিযুক্ত মিথ্যা মামলার বাদী মজিবুর রহমান মন্ডল, বাদল আকন্দ,শফিকুল আলমের সাথে কথা হলে তারা জানান, মিথ্যা ছাড়া কোন মামলা হয় না। কোর্টে গিয়ে খোঁজ নিয়ে দেখেন কয়টি সত্য ঘটনার মামলা রয়েছে। এ ঘটনায় ভোক্তভোগীরা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন।
Leave a Reply