বেরোবি প্রতিনিধি:
রংপরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পাবলিক অ্যাডমিনিষ্টেশন ডিবেট সোসাইটি আয়োজনে প্রীত বিতর্ক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রীতি বিতর্কের বিষয় ‘এই সংসদ জুনিয়রকে ম্যানার শেখানো সমর্থন করে।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৫ টায় অ্যাকাডেমিক ভবনের দ্বিতীয় তলায় প্রীতি বিতর্ক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পাবলিক অ্যাডমিনিষ্টেশন ডিবেট সোসাইটির লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম সজীব মডারেটর (বাংলা), একই বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম মডারেটর (ইংরেজি), ও আমন্ত্রিত অতিথি লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জুবায়ের ইবনে তাহের, প্রভাষক সাকিল আফজাল।
এসময় উপদেষ্টা ও আমন্ত্রিত অধিরা অতিথিরা সংগঠনটি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এরকম কাজের ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা।
এছাড়াও পাবলিক অ্যাডমিনিষ্টেশন স্টুডেন্ট সোসাইটির সভাপতি শাহাজাহান আলী, পিএডিএস’র সভাপতি মুরাদ হোসেন মুন ও সাধারণ সম্পাদক যুথী রাণী,সহসভাপতি সিদ্দিকুর রহমান সহ সংগঠনটির অন্যান্য সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।
সিদ্দিকুর রহমান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
Leave a Reply