মাসুদ রানা, দিনাজপুর (খানসামা) প্রতিনিধি;
আজ রবিবার (২২ মে ২০২২) দুপর ১.৩০ ঘটিকায় উপজেলা হলরুমে খানসামা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলার প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় উপজেলা পরিষদ উপ-নির্বাচন-২০২২ উপলক্ষে আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ে প্রার্থীগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার বিপিএম, পিপিএম (বার) মোহাম্মদ আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন বীরগঞ্জ সার্কেল অফিসার খোদাদাদ সুমন, খানসামা নির্বাচন অফিসার জিকরুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, মুক্তিযোদ্ধাসহ খানসামা উপজেলা পরিষদ উপ-নির্বাচনের প্রার্থীগণ-উনারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল প্রধান,সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আব্বাস আরেফীন।
ডিসি বলেন, নির্বাচনী আচরণ বিধি মেনে সকল প্রার্থীগণ চলবেন এটাই আশা করি।
রিটার্নিং অফিসার বলেন, ভোট হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ।
আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বলেন, ভোটকে কেন্দ্র করে যেকোনো সমস্যায় আমরা সদা সর্বদা প্রস্তুত আছি।
বার্তা প্রেরকঃ
মাসুদ রানা
দিনাজপুর (খানসামা) প্রতিনিধি
Leave a Reply