মোঃ জুলহাস উদ্দিন হিরো, জেলা প্রতিনিধি,শেরপুর।
শেরপুরের ঝিনাইগাতী শ্রীবরদীও নালিতাবাড়ী উপজেলায় কৃষকের মুখে কিছুটা সস্থির হাসি দেখা যাচ্ছে। এসব এলাকায় বোরোধান এর ফসল একই সাথে কাটা মা-রা শুরু হওয়ার কারণে, সময় মতো শ্রমিক না পাওয়ায় অনেকটা বিপাকে পড়েন কৃষকেরা।
এতে মোটামুটি অনেকের বোরো আবাদি ফসল নষ্ট হয়।চরম দূর্ভোগের শিকার হতে হয় অনেক কৃষককে। কারণ এসব এলাকার সাধারণ কৃষকের পুরো এক বছরের জীবিকা নির্ধারণও অন্য সকল কিছুই এ-ই বোরোধান এর ফসলের উপর নির্ভর করে।
এমন অবস্থায়, শ্রমিক সংকট নিরসনের জন্য হার্বেষ্টার মেশিন মাঠে নামতে দেখা যায়। এই মেশিনে দৈনিক প্রায় ১৮ একর জমির ধান কাটা মা-রা করেন।এতে কিছুটা সস্থির হাসি দেখা যায় কৃষকের মুখে।
কৃষকেরা বলেন, আগামীতে যেন কৃষকেরা এধরণের বিপাকে না পড়েন, সে জন্য তারা আগে থেকেই কৃষি যান্ত্রিক মেশিনের ব্যবস্থা নিবেন । এতে করে, কৃষকেরা অনেকটা লাভবান হবে বলে জানান।
Leave a Reply