আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ করা হয়েছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, পান্তা উৎসব, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
রোববার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে নওগাঁ জিলা স্কুল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক গোলাম মওলা এতে নেতৃত্ব দেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি, মাটির তৈরি বাসন, নানা বর্ণের বেলুন, ফেষ্টুন, মাথালসহ বর্ণাঢ্য সাজে সেজে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান দলীয় পরিবেশনা ও বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি এগিয়ে চলে। শোভাযাত্রাটি সরিষা হাটির মোড়, লিটন ব্রিজের পাশ দিয়ে পুরাতন হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এসময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও শিক্ষকসহ বাহারি রঙের পাঞ্জাবি ও শাড়ি পরে শোভাযাত্রায় যোগ দেন নানা বয়সী ও শ্রেণি-পেশার মানুষ।
সেখানে পান্তা উৎসব শেষে বিয়াম স্কুল চত্ত্বরে মুক্তিযোদ্ধা মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিল্পীরা এতে অংশগ্রহণ করেন।
আব্দুল মজিদ মল্লিক
জেলা প্রতিনিধি নওগাঁ।
Leave a Reply