মো: জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
ঝিনাইগাতী উপজেলার নির্বাচন তফসিল ঘোষণার আগ মূহুর্ত থেকেই উপজেলা সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে গণ সংযোগ শুরু করে এবং ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতিও দেয় প্রার্থীরা। এতে করে নির্বাচনী মাঠে যেন হিমেল হাওয়ার গতিবেগ বইছে। ইতিমধ্যেই অনেক জল্পনা কল্পনার মধ্যদিয়ে ১৫ এপ্রিল ( সোমবার ) উপজেলা ৭ চেয়ারম্যান, ১২ পুরুষ ভাইস চেয়ারম্যান, ও ৭ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপজেলা রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সাবেক দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম ( বাদশা ) উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, সাবেক ছাত্রলীগের সভাপতি মো: ফারুক আহমেদ, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম, আমিরুজ্জামান লেবু,উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মো: ছামেদুল হক,মো: সোহরাওয়ার্দী বাহাদুর ও মিজানুর রহমান। এছাড়াও পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ১৯ জন। তাই এবারের নির্বাচন উৎসবমুখর হবে জানায় সাধারণ ভোটাররা।
এবার দেখার পালা, কে? জয় করতে পারে ঝিনাইগাতী বাসি ভোটারদের মন? যে ভোটারদের মন জয় করতে পারবে সেই হবে পাঁচ বছরের জন্য ঝিনাইগাতী উপজেলার অভিভানক।
সরে জমিনে গিয়ে জানা যায়, সাধারণ ভোটাররা বলেন, আমরা এবার নতুন মুখ দেখবো সেই সাথে আরও বলেন,আমরা সাধারণ মানুষ সুখে দুঃখে যাকে ডাকলে কাছে পাবো তাকেই নির্বাচিত করবো।
দেখা যায়, এবার সাধারণ ভোটাররা দলমত নির্বিশেষে সবাই এক হয়ে একজন সৎ যোগ্য ব্যক্তিকে তারা নির্বাচিত করার আশা ব্যক্ত করেন।
Leave a Reply