মো: জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
নালিতাবাড়ীতে ভেজাল কীটনাশক বিক্রি ও মজুদ করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালতলা বাজারে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল।
সুত্র জানায়, উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালতলা বাজারের কীটনাশক ব্যবসায়ী আবিদ হাসানের ব্যবসা প্রতিষ্ঠান আদিবা এন্টারপ্রাইজে সিনজেনটা কোম্পানির মোড়কে এমিষ্টার টপ নামের ভেজাল কীটনাশক বিক্রি করা হচ্ছিল। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ ওই দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এতে ৫০ মিলিলিটারের ২৩ বোতল ও ১০০ মিলিলিটারের ১৭ বোতল ভেজাল এমিষ্টার টপ নামের কীটনাশক পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ব্যবসায়ী আবিদ হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ ও সিনজেনটা কোম্পানির বিক্রয় প্রতিনিধি আবুল হোসেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল সাংবাদিকদের জানান, কৃষি ও কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
Leave a Reply