মো: জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
শেরপুরের কৃতি সন্তান বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মরহুম আব্দুল ওয়াদুদ রঙ্গিলার স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার বিকালে সদর উপজেলার সাপমারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আব্দুল ওয়াদুদ রঙ্গিলা স্মৃতি পরিষদের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভা ও দোয়া মাহফিলের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, মরহুম আব্দুল ওয়াদুদ রঙ্গিলার ছেলে মো: হাবিব শাহরিয়ার।
মরহুম আব্দুল ওয়াদুদ রঙ্গিলা স্মৃতি পরিষদের আহ্বায়ক ও গণমাধ্যম কর্মী খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর মডেল গার্লস ইন্সটিটিউট এর অধ্যক্ষ তপন সারোয়ার।
নাট্য নির্মাতা ও গীকিকার জহুরুল ইসলাম জনি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা রবিউল ইসলাম আকন্দ, চলচ্চিত্র পরিচালক খন্দকার মুন্তাহিদুল আলম লিটন, মানবাধিকার সংস্থা আমাদের আইন শেরপুর জেলার সেক্রেটারী সাংবাদিক মো: নাজমুল আলম, শেরপুর ঝংকার সাংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল কাদের, গাজির খামার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: খলিলুর রহমান, সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মী মো: ইউসুফ আলী রবিন, শেরপুর পৌর সভার সাবেক কাউন্সিলর মো: হারুন জিলানী সরকার, শেরপুর রুপান্তর শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মো: রোকনুজ্জামান রোকন, চলচ্চিত্র অভিনেতা মো: রবিউল ইসলাম বকুল, কবি মো: আমজাদ আলী, মোহনা মিডিয়ার পরিচালক বিপুল খান, বুলবুল সিডি মিডিয়ার পরিচালক বুলবুল আহমেদ, অভিনেতা রুবেল মিয়া সহ আরো অনেকে।
এছাড়াও চলচ্চিত্র অভিনেতা, সাংস্কৃতিক কর্মী, আব্দুল ওয়াদুদ রঙ্গিলার পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ওয়াদুদ রঙ্গিলার স্মরণে দাড়িয়ে এক নিরবতা পালন করা হয়।
স্মরণ সভা শেষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা মাসুম বিল্লাহ।
Leave a Reply