উদয় কুমার দাশ, সাতক্ষীরা প্রতিনিধি;
খুলনা জেলায় ধুমপান ও তামাক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
খুলনার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার মহোদয়ের নির্দেশে এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল মহোদয়ের তত্ববধানে নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন হামিদা মুস্তফা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা।
গতকাল ২২ মে.২০২২ইং রবিবার খুলনা মহানগরে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনাকালে খুলনা সদর থানার আওতাধীন শঙ্খ মার্কেটের সামনে এক দোকানিকে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির দ্বারা তামাকজাত দ্রব্য বিক্রয় করতে দেখা যায়। এই কর্মকান্ড- ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫‘ ও (সংশোধনী) ২০১৩ এর ৬(ক) ধারার অপরাধ হওয়ায় যথাযথ অভিযোগ আমলে নেওয়া হয় এবং অভিযোগ গঠনপূর্বক আসামির দোষ স্বীকারোক্তির ভিত্তিতে জরিমানা প্রদান করা হয়। কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসামিকে উক্ত আইনের সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
এছাড়াও উক্ত আইন এর ৫ ধারার বিধান লঙ্ঘন করে অবৈধ বিজ্ঞাপন প্রদর্শন করার অপরাধে আরো চার দোকানিকেসহ সর্বমোট পাঁচটি মামলায় নগদ ১২,০০০/-(বারো হাজার) টাকা জরিমানা করা হয় এবং সিগারেটের অবৈধ বিজ্ঞাপন অপসরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ আনসার ও ভিডিপির একটি চৌকস দল, তামাক নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স সদস্য এবং এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ হাসিবুল হক। এসকল কর্মকর্তারা জানান, তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে ।
Leave a Reply