রায়পুর ( লক্ষ্মীপুর ) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে শরবত বিতরণের প্রোগ্রাম থেকে উপজেলা ছাত্র দলের আহবায়ক মাহফুজুর রহমান হৃদয়কে গ্রেফতার করে রায়পুর থানা পুলিশ।
শুক্রবার ( ৩ মে ) বেলা ১২:১৫ মিনিটে রায়পুর বাসটার্মিনালের সামনে থেকে গ্রেফতার ছাত্র দলের আহবায়ক হৃদয়কে গ্রেফতার করার অভিযোগ তুলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান আইনান ।
জানা যায়, শুক্রবার সকাল ১১ টা থেকে রায়পুর উপজেলা ও পৌর ছাত্র দলের শরবত বিতরণ কার্যাক্রম করে আসছিলো।
রায়পুর পৌর ছাত্র দলের আহবায়ক নজরুল নিশাত বলেন, আমাদের শরবত বিতরণ কার্যক্রমে হটাৎ পুলিশ এসে বাঁধা দেয় এবং আমাদের ব্যানার খুলে ফেলে।
এরআগে সাবেক এমপি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া দলীয় নেতা-কর্মীদের নিয়ে রায়পুর বাসটার্মিনাল এলাকায় উপজেলা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করেন এবং পরে ছাত্র দলের শরবত বিতরণের কার্যক্রমে অংশ নেয়। তারপর তিনি এই স্থান থেকে চলে যাওয়ার পরপরই পুলিশ এসে শরবত বিতরণ কার্যক্রমে বাঁধা দিতে দেখা যায়।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার বলেন, পূর্বের মামলা উপজেলা ছাত্র দলের আহবায়ক হৃদয়কে গ্রেফতার করা হয়।
Leave a Reply