আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ধীরেশ চন্দ্র মজুমদার মারা গেছেন। বৃহস্পতিবার (৯ মে) দুপুর ২টা ২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নওগাঁয় নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, কর্মজীবনে ধীরেশ চন্দ্র মজুমদার শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি নিয়ামতপুর উপজেলার কাপাস্টিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে অবসরে যান। শুক্রবার (১০ মে) সকালে শিবপুর শ্মশানঘাটে তার সৎকার অনুষ্ঠিত হবে।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ধীরেশ চন্দ্র মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এক শোকবার্তায় খাদ্যমন্ত্রী ধীরেশ চন্দ্র মজুমদারের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply