সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। র্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল গতকাল ১২ মে ২০২৪ তারিখ দুপুর- ১৪.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাগমারা, দূর্গাপুর ও পুঠিয়া থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রের মূলহোতা’সহ ২১ জনকে গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো, যথাক্রমে, ১। মোঃ দুলাল মন্ডল (৪৫), পিতা- মৃত ইউসূফ মন্ডল, সাং- গোপালপাড়া, থানা- দূর্গাপুর, ২। মোঃ নাঈম শাহ (৩১), পিতা- মৃত মাখন শাহ, সাং- ভাবনপুর, ৩। মোঃ তোফাজ্জল খাঁ (৪০), পিতা- মৃত মেরাজ খাঁ, সাং- ভাবনপুর, ৪। মোঃ আলমগীর (৩৬), পিতা- মোঃ আকবর প্রামাণিক, সাং- রামরামা, উভয় থানা- বাগমারা, ৫। মোঃ আলামিন (২১), পিতা- আবু বক্কর, সাং- মন্ডলপাড়া, ৬। মোঃ বিলাস উদ্দিন (২০), পিতা- মোঃ কামরুজ্জামান, সাং- পমপাড়া, উভয় থানা- পুঠিয়া, ৭। মোঃ মিঠু শেখ (২৭), পিতা- মোঃ মনিরুল শেখ, ৮। মোঃ আসাদ হাসান (৩৪), পিতা- মোঃ হারুন প্রামাণিক, উভয় সাং- ভাবনপুর, থানা- বাগমারা, ৯। মোঃ বাবু (৪৪), পিতা- মৃত রইস উদ্দিন, সাং তাহেরপুর, থানা- বাগমারা, সর্ব জেলা- রাজশাহী, ১০। মোঃ আবু হেনা বাদল (৪৩), পিতা- মৃত আজিজুল হক, সাং- বড়গাছী (সবসার), থানা পবা, রাজশাহী মহানগর।
অভিযানে অন্যন্য আসামীরা হলো- ১১। মোঃ সজিব ইসলাম (২১), পিতা- মোঃ আনসার, সাং- রসূলপুর (গাইদুয়া), থানা- বাগমারা, ১২। মোঃ নাহিদুল ইসলাম (২০), পিতা- মৃত নবজেস খান, সাং- মঙ্গলপাড়া, থানা- পুঠিয়া, ১৩। শ্রী হিরু চন্দ্র পাল (৬০), পিতা- মৃত সুরেন্দ্রনাথ পাল, সাং- আনুলিয়া, থানা- দূর্গাপুর, ১৪। মোঃ আমিরুল হক (৩৩), পিতা- মৃতঃ মোহাম্মদ আলী, সাং- গন্ডগোয়ালি, ১৫। মোঃ খলিলুর রহমান ওরফে সুজন (৫৭), পিতা- মৃতঃ আব্দুল আলিম, সাং- কাঁঠালবাড়িয়া, উভয় থানা- পুঠিয়া, ১৬। মোঃ আঃ মজিদ (৬৫), পিতা- মৃতঃ ওমর আলী,মাতা- মৃতঃ সরেজান , সাং- সিংগা পূর্বপাড়া, থানা- দূর্গাপুর ১৭। মোঃ ওয়াহাব আলী (৩২), পিতা- মৃতঃ রেজাউল করিম, সাং- বানেশ্বর খুটিপাড়া, থানা- পুঠিয়া, ১৮। মোঃ মালেক উদ্দিন (৩২),পিতা- মৃতঃ বেশারত প্রামানিক, সাং- জয়কৃষ্ণপুর, ১৯। মোঃ মহসিন আলী (৪২), পিতা- মৃতঃ মহির উদ্দিন, সাং সিংগা পূর্বপাড়া, ২০। মোঃ আবু জাফর (৪২), পিতা- মৃতঃ জেহের মন্ডল, সাং- সিংগা পশ্বিমপাড়া, থানা- দূর্গাপুর, ২১। মোঃ খোকন (২৫), পিতা- মৃতঃ বিচ্ছেদ আলী, সাং- রইপাড়া, সর্ব থানা- দূর্গাপুর, সর্ব জেলা- রাজশাহী।
গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ওই সময় চাঁদা আদায় রশিদ বই- ০৮টি, টালী খাতা- ০২টি এবং চাঁদা আদায়কৃত নগদ = ৬,১১৯/-( ছয় হাজার একশত উনিশ) টাকা উদ্ধার করা হয়। তারা উদ্ধারকৃত রশিদ বই এর মাধ্যমে চাঁদা আদায় করে থাকে। উক্ত আসামীরা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচারের (রশিদ, টোকেন) এর মাধ্যমে সিএনজি, অটোরিক্সা এবং লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছে।
এ বিষয়ে যদি কোন চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তখন আসামীরা তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে। এ ছাড়াও বিভিন্ন সময় মারধর এবং গাড়ী ভাংচুর করে। ধৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা, দূর্গাপুর ও পুঠিয়া থানায় কয়েকটি চাঁদাবাজি মামলা চলমান রয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-৫, কতৃক পৃথক দুটি অভিযানে রাজশাহীর বাগমারা, দূর্গাপুর ও পুঠিয়া হতে ২১ জন চাঁদাবাজকে গ্রেফতারের বিষয়টি আজ সোমবার (১৩-ই মে ২০২৪ ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিটিসি নিউজকে নিশ্চিত করা হয়।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।
Leave a Reply