ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর নোয়ারপাড়া ইউনিয়ন উলিয়া বাজার সংলগ্ন যমুনা জেগে উঠা নতুন চরে এক দল মাটি খেকু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাটি কেটে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। হুমকিতে রযেছে ওই এলাকার কড়িতাইড়, রামভদ্রা সহ কয়েক গ্রামের মানুষ ও ফসলি জমি।
জানা গেছে, জামালপুরের ইসলামপুর পশ্চিমাঞ্চলের চিনাডুলী, নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া বাজার সংলগ্ন জেগে উঠা নতুন চরে রাত দিন বেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছে ইট ভাটা, ঠিকাদারি প্রতিষ্ঠানে, পুকুর ভরাট ও রাস্তা নির্মাণ কাজে। এতে সরকার বিরাট রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার পূর্বাঞ্চলীয় চরগোয়ালিনী ইউনিয়নে নতুন ডিগ্রি চর ব্রক্ষপুত্র নদীর পাড় ঘেঁষে দীর্ঘ দিন ধরে মাটি কেটে বিক্রি করছে ইট ভাটা ঠিকাদারি প্রতিষ্ঠানে, পুকুর ভরাট ও রাস্তা নির্মাণ কাজে। এক দল মাটি কাটা ব্যবসায়ী সিন্ডিকেট গরীব অসহায় কৃষক কে নানাভাবে ফুসলিয়ে মাটি বিক্রি করতে বাধ্য করে। পড়ে ওই দালাল চক্র উচ্চ মূল্যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। চিনাডুলী ইউনিয়ন বলিয়াদহ ব্রীজের আগারি লাভলু যমুনা নদীর পাড় ঘেঁষে বালু উত্তোলন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া বাজার সংলগ্ন যমুনা নতুন চরে রাত-দিন দেদারসে মাটি কাটছে। এতে হুমকিতে রযেছে যমুনায় জেগে উঠা নতুন চরে বসতি। ওইসব এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। যে ভাবে নতুন জেগে উঠা চর থেকে বালু ও মাটি কাটছে বর্ষা মৌসুমে আবার নতুন করে ভাঙনের সৃষ্টি হলে নতুন চর বাসীর মাথা গুজার ঠাই টুকু থাকবে না। এলাকা বাসির অভিযোগ বার বার এলাকার চেয়ারম্যান ও প্রশাসনের নিকট বলে কোন কাজ হচ্ছে না। এলাকার সাধারণ মানুষ জানান, আমরা অভিযোগ করলে মাটি কাটা ব্যবসায়ীরা আমাদেরকে বিভিন্ন ভাবে মামলায় জড়িয়ে ক্ষতি করার চেষ্টা করবে। আপনারা সরেজমিনে দেখে পত্রিকা লেখেন। বালু ব্যবসায়ী রুহুল আমিন জনান, যমুনা নদী পাড় ঘেঁষে বিভিন্ন স্হানে মাটি বালু উত্তোলন করছে শুধু আমার নাম হয় বুঝিনা কিছু। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান সরেজমিনে গিয়ে তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে।
Leave a Reply