ইসলামপুর(জামালপুর) প্রতিনিধিঃ
স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ইসলামপুরে চালু হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২৪।
শনিবার (৮জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) সহকারী কমিশনার ভূমি সাইদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আমিনুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুঁথী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোহন মিয়া, গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন প্রমূখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট ভূমি সেবা বাস্তবায়ন করতে হলে সরকারের পাশাপাশি জন সাধারণের সহযোগিতার বিকল্প নেই। স্মার্ট ভূমি সেবা বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সুমন খন্দকার
ইসলামপুর জামালপুর।
Leave a Reply