সাঁথিয়া প্রতিনিধি :
পাবনা সাঁথিয়ায় বজ্রপাতে প্রাণ গেল আমির হোসেন (৪০) নামের এক কৃষকের। সে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের রামভদ্রবাটি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
এ সময় একই গ্রামের মৃত আবদুল গণির ছেলে মাজেম খান (৩৫) নামের আরেক কৃষক আহত হয়েছেন। আহত ব্যাক্তিকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (৩০জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর একটার দিকে আমির হোসেন বাড়ির পাশে কাজুরি মাঠে কৃষি জমিতে কাজ করতে গেলে এ সময় প্রচন্ড মেঘের ডাকে বজ্রপাতে তাঁর শরীর পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় মাজেম খান নামে আরেক কৃষক গুরুতর আহত হন।
কাশিনাথপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মেম্বর হান্নান মিয়া ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত কৃষক আমির হোসেন আমার ওয়ার্ডের বাসিন্দা। রোববার মাঠে গরুর ঘাস কাটতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষক আমির হোসেনের মৃত্যু। কারো কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে নিহতের পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Leave a Reply