ওবায়দুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরায় ভিন্ন ভিন্ন দাবীতে বিভিন্ন গ্রুপের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ বৃহস্পতিবার ১১টার সময় শহরের ভায়না মোড়ে কোটা সংস্কারের দাবীতে সাধারণ ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে।মিছিলটি ভায়না মোড় ছয় রাস্তা মোড় এসে ছাত্রছাত্রীরা রাস্তার উপর বসে শ্লোগান ও বক্তব্য দিতে থাকলে যানজটের সৃষ্টি হয়,পুলিশ এসে তাদের সেখান থেকে চলে যেতে বললে পুলিশ ও ছাত্রছাত্রীদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।এর একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে ছাত্রছাত্রীদের মাগুরা-যশোর রোডের সরিয়ে দিতে গেলে পুলিশ ও ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়,এসময় ছাত্রছাত্রীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ আঘাতপ্রাপ্ত হন।পুলিশ ছাত্রছাত্রীদের ধাওয়া দিয়ে মাগুরা মৎস্য ভবনের সামনে থেকে শাওন,নেওয়াজ,আশরাফুল,ইশা হাসান,অনিক ও মিনহাজ নামে ৬জনকে আটক করেন।এর আগে সকাল সড়ে ১০টার দিকে স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি মু্ক্তিযুদ্ধের অবমাননার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ করেছে মাগুরা জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড । মাগুরা চৌরঙ্গী মোড় এলাকায় আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান, জহুর-ই-আলম, সরদার ফারুক আহমেদ, আবদুল হাই, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমির ওসমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকন, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ আহাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা মুতাসিম বিল্লাহ চান, বারিক আনজাম বারকী, আহম্মদ আলী, আরিফ আহমেদ প্রদীপ সহ আরো অনেকে।বিকাল সাড়ে ৪টার সময় মাগুরা নোমানী ময়দানের সামনে বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ ছাত্র হত্যা ও ছাত্রীদের লাঞ্ছিত করার প্রতিবাদ, অযৌক্তিক কোটা বাতিল এবং ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।নোমানী ময়দানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভায়না মোড়ের দিকে যেতে গেলে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে পুলিশ মিছিলটিকে আটকে দেয়,এসময় নেতাকর্মীরা সেখানে দাঁড়িয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন এবং সেখানেই কো প্রকার অপ্রতিকার ঘটনা ছাড়া সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ করেন।মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন,বিচ্ছৃংঙ্খলা সৃষ্টি করার চেষ্টা কালে আজ আমরা মোট ১২ জনকে আটক করেছি।
Leave a Reply