।
সায়েফিন আহমেদ ফিরোজ (প্রধান ক্রিড়া প্রতিবেদক)
মিরপুর টেস্ট এর ২য় দিনের খেলায় ১ম ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৬৫ রান।প্রথম ইনিংস শেষে এক লজ্জায় পড়তে হলো বাংলাদেশ কে।এক ইনিংসের রানের খাতা খুলতে পারেনি ৬ ব্যাটার। এই রকম আউট হওয়ার ঘটনা বিরল।শ্রীলঙ্কার বোলিং এর সামনে ৬ জন ব্যাটার রানের সূচনা করতে পারেনি।
লিটন- মুশফিকের সেঞ্চুরিতে ৩৬৫ রানের অল আউট হয় বাংলাদেশ।এই দিকে মুশফিকের ১৭৫ রানের অপরাজিত ইনিংস লিটনের ১৪১ আর তাইজুলের ১৫ রানে ভর করে সংগ্রহ করে।৮ জন ক্রিকেটার মিলে রান করেছেন ১৭ তার মাঝে ৬ জন শুন্য।৮ জনের কেউ দুই অংকের ঘরে পৌছাতে পারেনি।এমন লজ্জায় বাংলাদেশের পড়তে হয়েছে।
মিস্টার ডিপেন্ডেবল’র এর ২৫ রানের জন্য ৪র্থ বারের মত দুইশত রানের ইনিংস খেলতে পারলো না।এক পাশে রানের দৌড়ে এগিয়ে গেলেও অন্যপাশে দাঁড়িয়ে থাকতে পারেনি।
Leave a Reply