পিরোজপুর প্রতিনিধি: –
পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহ লাইনে সৃষ্ট আগুনে স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে পিরোজপুর সদর উপজেলার উত্তর পোরগোলা গ্রামের খামারি আব্দুল আলিমের। আগুনে বিদ্যুৎ লাইনের নিচে থাকা আলিমের মুরগির খামারের এক হাজার ব্রয়লার মুরগি পুড়ে ভষ্মীভূত হয়েছে।
ভূক্তভোগী আলিম এই প্রতিবেদককে জানান, ১৮ দিন আগে খামারে এক হাজার মুরগি তুলেছিলেন যেগুলোর প্রতিটির ওজন প্রায় এক কেজি। আর মাত্র ১৫ দিন পর সে মুরগিগুলো বিক্রি করতে পারবে।
তবে গত রোববার দুপুরের দিকে তার খামারের উপর থাকা পল্লী বিদুতের বিদ্যুৎ সরবরাহ লাইনের দুইটি তার একটি আরেকটির সংস্পর্শে এসে আগুন ধরে যায়। পরবর্তীতে সেই আগুন ছিটকে তার খামারের উপর পরে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তার পুরো খামার জুড়ে। এরপর আগুনে খামারে থাকা এক হাজার মুরগি পুড়ে মারা যায়। তবে পল্লী বিদ্যুতকে বিষয়টি জানানোর পর তারা বিদ্যুৎ লাইনটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়। এখন পর্যন্ত বিষয়টি দেখার জন্য পল্লী বিদ্যুতের দায়িত্বশীল কেউ সেখানে যায়নি বলে জানান তিনি।
আলিমের দাবি অগ্নিকান্ডের ঘটনায় তার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
Leave a Reply