পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরে জাতীয়তাবাদী কৃষক দলের বর্ধিত সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দল পিরোজপুর জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমদ বাচ্চু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক লায়ন মো. আখতার হোসেন সেন্টু।
প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো. ইঞ্জিনিয়ার নুরুল আমিন তালুকদার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান কিসমত, কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সমবায় বিষয়ক সম্পাদক মিরাজুন্নবী মামুন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি নান্না খলিফা, পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিজান শেখ, পিরোজপুর সদর উপজেলা কৃষক দলের সভাপতি আতিকুর রহমান পারভেজ, পিরোজপুর পৌর কৃষক দল সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন মেসু, সাধারণ সম্পাদক শেখ রাশেদ রনি, নেছারাবাদ কৃষক দলের আহবায়ক মোঃ সোহাগ, ভান্ডারিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এইচ এম মুনির, মঠবাড়িয়া উপজেলা কৃষক দলের সভাপতি এইচ এম হাসান জুম্মান ফেরদৌস, জিয়ানগর উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ ছরোয়ার হোসেন মিলু প্রমুখ।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পৌর রিজার্ভ পুকুর পাড়ে গাছের চারা রোপন করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচি শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বলেশ্বর নদীর তীরে গিয়ে র্যালি শেষ হয়। পরে বলেশ্বর নদীতে মাছের পোনা আবমুক্ত করা হয়।
পিরোজপুর সংবাদদাতা:-
Leave a Reply