আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বৈকালে জনসাধারণকে সম্পৃক্ত করে পলিথিন
ব্যবহার বন্ধে সচেতনতা মূলক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
তিনি বলেন,বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর ধারা ৬ (ক) ও ধারা ১৫ অনুযায়ী ১টি মামলায় ০১ জনকে ৫০০ শত টাকা অর্থদণ্ড এবং ১ কেজি
৪০০ গ্রাম পলিথিন জব্দ করা হয়েছে। এসময়ে পরিবেশ আইনটির সংশ্লিষ্ট ধারাসমূহ অভিযুক্ত ব্যক্তি ও উপস্থিত জনসাধারণকে
জানানোর মাধ্যমে সচেতন করা হয়।এসময় উপস্থিত ছিলেন আত্রাই থানা পুলিশের এ এসআই মোঃ বেলাল হোসেন প্রমুখ।
Leave a Reply