চট্টগ্রাম নগরের আদালত ভবনের অদূরে জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই মিছিল শুরু করেন।
এ সময় শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায়।
এই সময় শিক্ষার্থীরা বলেন, ইসকন নিষিদ্ধের দাবি তুলেন এবং বলেন, ইসকন একটা জঙ্গি সংগঠন তা আজকে সাইফুল হত্যার মাধ্যমে নতুন ভাবে প্রমাণ করে দিল।আমরা দ্রুত এই হত্যার বিচার চাই।
প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে সরকারি আইনজীবী হত্যার ঘটনা ঘটেছে।
Leave a Reply