ওবায়দুর রহমান মাগুরা জেলা প্রতিনিধি।
জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ছাত্রছাত্রীরা। বুধবার ২৭ নভেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন সমূহের আয়োজন এ বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি মাগুরা ভায়না মোড় থেকে শুরু হয়ে ঢাকা রোড হয়ে চৌরঙ্গীর মোড় দিয়ে আবার ভায়না মোড়ে যেয়ে শেষ হয়।মিছিলে ছাত্ররা ইসকনের চাঁমড়া,তুলে নেবো আমরা,ভারতের দালালেরা,হুশিয়ার সাবধান,ফ্যাসিবাদের ঠিকানা,এই দেশে হবে না।ফ্যাসিবাদের দোশোরেরা হুশিয়ার সাবধান সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলার সমন্বয়ক তাওহীদ,হুসাইন, নেহাজ, নুসরাত সহ আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিরের মাগুরা সরকারি কলেজ শাখার সভাপতি।ইসলামী ছাত্র আন্দলোনের মাগুরা জেলা শাখার সভাপতিসহ বিভিন্ন ইসলামী ছাত্র সংগঠনের নেতা ও এলাকার সচেতন মহল।বক্তারা বলেন,স্বৈরাচার হাসিনা এদের থেকে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র থেমে নেই,সে বিদেশে বসে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের বিরুদ্ধে নানা ধারণা ষড়যন্ত্র করে যাচ্ছে। তার দোষরদের দিয়ে কখনো আনসারলীগ কখনো রিক্সালীগ কখনো কলেজ ছাত্র, কখনো ৩৫,কখনো হিন্দু কখনো ইসকন সেজে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশ এই তৌহিদী ছাত্রজনতা তাদের এই ষড়যন্ত্রকে রুখে দিবে।বক্তারা হুশিয়ারী করে দিয়ে বলেন, যারা এটা করছেন তারা সাবধান হয়ে যান,পরিণতি ভালো হবে না কিন্তু।
Leave a Reply