রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
চট্টগ্রাম আদালত চত্বরে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে লক্ষীপুরের রায়পুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে তোওহিদি জনতার ব্যানারে রায়পুর পৌর শহরের বাসস্ট্যান্ড জামেমসজিদ থেকে মিছিলটি শুরু করে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ ওসমান গনি চত্বরে এসে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্র সমন্বয়ক আব্দুল মোতালেব,মাঈনউদ্দিন জুবায়ের, আল-আমীন, নাঈম, ওসমান গনি শামসু, রকি,মেহেরাব, সিফাত, রাকিব, রায়হান, মেহেদী, আনোয়ার আরিফ প্রমূখ।
বক্তারা বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের ইন্ধনে ইসকন সারা দেশে উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মানুষ হত্যাকাণ্ডে মেতে উঠেছে। যারা প্রকাশ্যে মানুষ জবাই করে হত্যা করে তারা কোন ধর্মীয় সংগঠন হতে পারে না।
আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানান। মিছিলকারীরা ইসকনকে নিষিদ্ধ করার দাবী ও তার দোসরদের আইনের আওতায় আনার জোর দাবীও জানান।
এসময় সমন্বয়করা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না ইত্যাদি স্লোগান দেন।
Leave a Reply