রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
লক্ষীপুরের রায়পুরে ১০নং রায়পুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মা ফার্মেসি আগুনে পুড়ে ছাই। গত বুধবার (১৫ নভেম্বর ২০২৩ইং) রাত ২.৩০ ঘটি কার নাগাদ এ-ই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মা ফার্মেসির স্বত্বাধিকারী সোহাগ হোসেন জানান, প্রতিদিনের ন্যায় দোকানের কাজ শেষ করে রাতে বাসায় ফিরি।হঠাৎ রাত ৩.টার দিকে পার্শ্ববর্তী মসজিদের মোয়াজ্জিন মোবাইল দিয়ে বলে আমার ফার্মেসি আগুনে পুড়ছে। মুয়াজ্জিন সাহেব বলেন,রাত ৩.টার নাগাদ তিনি ওযুর এস্তেঞ্জার জন্য বের হয়ে দেখেন আমার দোকান দাউ দাউ করে জ্বলছে আগুনে পুড়ছে। আমি আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই দোকানে থাকা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত সোহাগ হোসেন আরও বলেন, দোকানে প্রায় ৫ লাখ টাকার ঔষধ মালামালসহ নগদ বিকাশ সহ বিভিন্ন সিম কোম্পানির কেস ১৫ লক্ষ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই এবং তার কান্না জড়িত কন্ঠে বলে আমার সব শেষ হয়ে গেছে আমি এই দোকান চালিয়ে আমার সংসার চালাইতাম আমি এখন পথে নামার অবস্থা আমার আর কিছু রইল না। আমার জানামতে কোন শত্রু ছিল না। কে এই কাজ করেছে তার কিছুই বুঝতে পারছি না। ফার্মেসিতে ঔষধ মালামালসহ প্রায় বিশ একুশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান সোহাগ হোসেন।
Leave a Reply