1. info@www.janatarkatha24.com : admin :
  2. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  3. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিরোধ দাঙ্গা-হাঙ্গামায় মেলা নয়, ১দিনের বেশি নয় : ডিসি নওগাঁয় ঘন কুয়াশায় বাস উল্টে নিহত ৩, আহত ১০ শিবরাম আদর্শ পাবলিক স্কুলে রোকেয়া দিবস পালিত নালিতাবাড়ীতে ভারতীয় চোরাই কম্বলসহ আটক ২ নওগাঁয় ঠান্ডা বাতাসে কাবু জনজীবন দেখা মিলেনি সূর্যের সাঁথিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ পালন কালিয়ায় যুবদলের কর্মসূচী থেকে ফেরার পথে সাংবাদিকের উপর হামলায় জেলা যুবদল কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পৌর যুবদলের সদস্য সচিবকে লক্ষীপুরে বিএনপির তিন ইউনিটের কমিটি ঘোষণা পাওনা টাকার জেরে হত্যার হুমকি:আমানতের খেয়ানত হামলা ভাঙচুর গুলিবর্ষণ
শিরোনাম:
বিরোধ দাঙ্গা-হাঙ্গামায় মেলা নয়, ১দিনের বেশি নয় : ডিসি নওগাঁয় ঘন কুয়াশায় বাস উল্টে নিহত ৩, আহত ১০ শিবরাম আদর্শ পাবলিক স্কুলে রোকেয়া দিবস পালিত নালিতাবাড়ীতে ভারতীয় চোরাই কম্বলসহ আটক ২ নওগাঁয় ঠান্ডা বাতাসে কাবু জনজীবন দেখা মিলেনি সূর্যের সাঁথিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ পালন কালিয়ায় যুবদলের কর্মসূচী থেকে ফেরার পথে সাংবাদিকের উপর হামলায় জেলা যুবদল কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পৌর যুবদলের সদস্য সচিবকে লক্ষীপুরে বিএনপির তিন ইউনিটের কমিটি ঘোষণা পাওনা টাকার জেরে হত্যার হুমকি:আমানতের খেয়ানত হামলা ভাঙচুর গুলিবর্ষণ

লালমনিরহাটে শ্রমিকদের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, সাংবাদিক পুলিশসহ আহত-১২

রিপোটারের নাম
  • প্রকাশিত : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

 

রাসেল ইসলাম, লালমনিরহাটঃ

লালমনিরহাটে বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই সাংবাদিক ও এক পুলিশ সদস্য সহ শ্রমিকদের দুই গ্রুপের অন্তত ১২ জন আহত হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, লালমনিরহাট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নিয়ে দুটি গ্রুপে দ্বন্দ্ব সৃষ্টি হয়। একটি পক্ষ সংগঠনের পুরনো রেজিস্ট্রেশন নাম্বার (২৪৯৩) বহাল রাখার দাবি এবং বহিরাগত শ্রমিক ও দ্বৈত শ্রমিক দ্বারা প্রচলিত শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিক ইউনিয়নের নতুন রেজিষ্ট্রেশন নেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে আসছে। যার নেতৃত্ব দিচ্ছেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক বাবলু। অপর পক্ষ শ্রমিক ইউনিয়নের নতুন রেজিষ্ট্রেশন নেওয়ার প্রক্রিয়া চলমান রাখে। যার নেতৃত্ব দেয় মাহফুজার ও বকুল ড্রাইভার।

শ্রমিক নেতা বাবলু জানায়, ৫ আগষ্টে স্বৈরাচার সরকার পতনের পর থেকেই মাহফুজার, বকুলসহ বেশ কিছু শ্রমিক আওয়ামী দোসরদের সাথে নিয়ে শ্রম আইন লঙ্ঘন করে দ্বৈত শ্রমিক দ্বারা বহিরাগত শ্রমিকদের নিয়ে শ্রমিক ইউনিয়নের নতুন রেজিষ্ট্রেশন নেওয়ার প্রক্রিয়া চালায়। এর প্রতিবাদ জানিয়ে রোববার সাধারণ নিবন্ধিত শ্রমিকদের দাবি অনুযায়ী একটি মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। আমাদের শান্তিপূর্ণ মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মানববন্ধনের জন্য পৌঁছালে বাস টার্মিনালে আগে থেকে অবস্থান নেওয়া মাহফুজার, বজুল ড্রাইভার গংরা আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে করে আমাদের কয়েকজন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আইন লঙ্ঘন করে শ্রমিক ইউনিয়নের রেজিষ্ট্রেশন নেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদ করে সাধারণ শ্রমিকদের ন্যায় বিচার পেতে শ্রমিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আহবান করে বক্তব্য দেন শ্রমিকরা।

তবে ইটপাটকেল ছুড়ে শান্তিপূর্ণ মিছিলে হামলার বিষয়টি অস্বীকার করে অপর পক্ষ। তাদের দাবি বাবলুর নেতৃত্ব দেওয়া মিছিল থেকেই বাস টার্মিনালে থাকা শ্রমিকদের উপর ঢিল ছোড়া হয়। এতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বাস টার্মিনালে থাকা শ্রমিকরা নতুন করে শ্রমিক ইউনিয়নের রেজিষ্ট্রেশন নেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা করছিলো বলেও জানান তারা।

সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত সাংবাদিক এস আর শরিফুল ইসলাম রতন বলেন, শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার ভিডিও ধারন করার সময় আমাকে ও ডেইলি বাংলাদেশের প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্নার উপর হামলা চালায় একটি পক্ষ। সাংবাদিকের উপর হামলা করার বিষয়টি নিয়ে ভিডিও দেখে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলমান বলেও তিনি জানান ।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকদের একটি গ্রুপ প্রতিবাদ মিছিল ও একটি পক্ষ সমাবেশ করছিলো। উভয় পক্ষই বাস টার্মিনাল এলাকায় মুখোমুখি হলে প্রথমে ইটপাটকেল ছুড়ার ঘটনা ও পরে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য ও দু’জন সাংবাদিকসহ কয়েকজন শ্রমিক আহত হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া ওই এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD