সায়েফিন ফিরোজ (প্রধান ক্রিড়া প্রতিবেদক)।
মিরপুরে বাংলাদেশ – শ্রীলঙ্কা ২য় টেস্টের ৫ম দিনেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। ৫ম দিনের ২য়সেশনে ব্যাটিং এ সুবিধা করতে পারেনি টিম বাংলাদেশ। মাত্র ১৬৯ রানে ১০ উইকেট হারিয়ে মাত্র ২৮ রানের লিড নেয় বাংলাদেশ
৫ম দিনে ৫ উইকেট হাতে নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।সকালে কিছুটা সুবিধা করতে পারলেও ২য় সেশনে ৫ উইকেট হারায় বাংলাদেশ। লিটনে ৫২ রান করে আউট হলে ড্রয়ের আশা শেষ হয়ে যায় বাংলাদেশ।সাকিবের ৫৮ রানে ভর করে মাত্র ২৯ রানে টার্গেট দেয়।আস্থিথা ৫৪ রান খরচ করে তুলে নেয় ৬ উইকেট।
২৯ রানের টার্গেট এ ব্যাট করে ১০ উইকেটের জয় পায় শ্রীলঙ্কার দল।ম্যাচ সেরা আস্থিথা এবং সিরিজ সেরা হন ম্যাথিউজ।
এদিকে উইকেটের বিরুপ আচরনের জন্য পিচ লিডার গামিনীর দিকে দায় দিয়েছেন অনেকেই।তাদের মন্তব্য গামিনী আগে থেকেই পিচের তথ্য প্রকাশ করে দিয়েছে।
Leave a Reply