1. info@www.janatarkatha24.com : admin :
  2. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  3. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  4. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন গোদাগাড়ীতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লা’শ উদ্ধার শেরপুরে জাতীয় স্কুল ক্রিকেট, জি.কে. পাইলটকে হারিয়ে পুলিশ লাইন্স একাডেমীর শুভসূচনা সাংবাদিকদের হুমকিদাতাদের জন্য সতর্কবার্তা ‘সত্যকে দমন করা যায় না’ একজন আহত শিক্ষার্থীর আর্তনাদ! নওগাঁর সাপাহার সীমান্ত থেকে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ আত্রাইয়ে গোয়াল ঘর আপনার গরু আমাদের লিখে গরু চুরি ঝিনাইগাতীতে মানসিক ভারসাম্যহীন কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ নওগাঁয় অনির্দিষ্ঠকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ করে ধর্মঘট পালন তানোরে শিক্ষকের অবহেলায় শিক্ষার্থীর পা-ভাঙলো
শিরোনাম:
রাজশাহীতে জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন গোদাগাড়ীতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লা’শ উদ্ধার শেরপুরে জাতীয় স্কুল ক্রিকেট, জি.কে. পাইলটকে হারিয়ে পুলিশ লাইন্স একাডেমীর শুভসূচনা সাংবাদিকদের হুমকিদাতাদের জন্য সতর্কবার্তা ‘সত্যকে দমন করা যায় না’ একজন আহত শিক্ষার্থীর আর্তনাদ! নওগাঁর সাপাহার সীমান্ত থেকে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ আত্রাইয়ে গোয়াল ঘর আপনার গরু আমাদের লিখে গরু চুরি ঝিনাইগাতীতে মানসিক ভারসাম্যহীন কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ নওগাঁয় অনির্দিষ্ঠকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ করে ধর্মঘট পালন তানোরে শিক্ষকের অবহেলায় শিক্ষার্থীর পা-ভাঙলো

একজন আহত শিক্ষার্থীর আর্তনাদ!

রিপোটারের নাম
  • প্রকাশিত : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

 

বেরোবি প্রতিনিধিঃ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মোঃ রিফাত হোসেন রাফি, ইইই বিভাগের একজন শিক্ষার্থী। আইডিঃ ১২০১৬০৫৩। অপরাধ ছিল মানোন্নয়ন পরীক্ষার সময় সঙ্গে মোবাইল থাকা— যা নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত। রাফি এই ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছিল। কিন্তু তাঁর অপরাধের তুলনায় দেওয়া শাস্তি কতটা ন্যায়সংগত ছিল?

এ বিষয়ে রাফি বলেন, এক সেমিস্টার ড্রপ করিয়ে দেওয়া হয়— অথচ প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের বিধিমালা ২০১৮ এর ৪ এর (খ) ব্যাখ্যা অনুযায়ী মানোন্নয়ন পরীক্ষা এবং অধ্যয়নরত সেমিস্টারের কন্টিনিউয়াস এসেসমেন্টসহ সকল কোর্সের পরীক্ষা বাতিল করলে আমার অধ্যয়নরত ১ম বর্ষ ২য় সেমিস্টারের পরিবর্তে কেন আমাকে ২য় বর্ষ ১ম সেমিস্টার থেকে ড্রপ করা হলো। যে সেমিস্টারে আমি কখনো ভর্তি হইনি? এটি কি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে? নাকি এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার নিষ্ঠুর বহিঃপ্রকাশ?

আমি যখন ক্ষমা চেয়ে তৎকালীন প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই, তখন তৎকালীন প্রশাসন জানায়, ছাত্রলীগের পক্ষ থেকে আমার বিরুদ্ধে শাস্তির জন্য চাপ আসছে! এমনকি, আমাকে পরোক্ষভাবে বলা হয়, “পমেলের সুপারিশ” আনতে পারলে শাস্তি কমতে পারে! এমনকি এতেও ক্ষান্ত না হয়ে ছাত্রলীগ কয়েকশ গুন্ডা দিয়ে ওই বছর রমজানে মার্চ মাসের ২৯ তারিখে আমিসহ ৫ জনের উপর বর্বরোচিত হামলা করে, যা বিএনপির মিডিয়া সেলে এখনো আছে। একজন সাধারণ শিক্ষার্থীর জন্য এর চেয়ে বড় অসহায়ত্বের মুহূর্ত আর কী হতে পারে?

প্রত্যেক বাবা-মায়ের স্বপ্ন থাকে তাদের সন্তান যেন পড়াশোনা করে ভবিষ্যতে ভালো কিছু করে। কিন্তু শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে মেধায় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও আমাকে বিশ্ববিদ্যালয়ের আইন পরিপন্থী ও নজিরবিহীন শাস্তি দিয়ে আমার স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করা হয়!

এবার ইতিহাস বদলেছে। ২০২৪-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর, আমি একজন আহত যোদ্ধা হিসেবে আমার ন্যায্য অধিকার চাই। বর্তমান প্রশাসনের প্রতি আমার উদাত্ত আহ্বান— যেন আর কোনো শিক্ষার্থী রাজনৈতিক মতাদর্শের কারণে জুলুমের শিকার না হয়। আমার ওপর যে অবিচার করা হয়েছে, তা সংশোধন করে আমার শাস্তি মওকুফ করা হোক। আমি ন্যায়বিচার চাই, ইনসাফ চাই।

বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানার্জনের স্থান, রাজনৈতিক প্রতিহিংসার নয়! তাই আমার দাবি আমি যেন ন্যায় বিচার পাই।

উল্লেখ্য যে, নকলের দায়ে বহিষ্কার ছাত্রদল নেতা,  বিশেষ বিবেচনায় শাস্তি মওকুফ! এই বিষয়ে বিভিন্ন পত্রিকায় নিউজ হওয়াতে মানসিক ভাবে ভেঙে পরে রাফি।

নিউজে উল্লেখ করা হয়,
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা রিফাত হোসেন রিফা এক বছর পূর্বে পরীক্ষার হলে মোবাইল নিয়ে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু সম্প্রতি তিনি জুলাই আগস্ট এর ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় তার শাস্তি মওকুফ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে বিশ্ববিদ্যালয় তোলপাড় সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক ড.মো.তানজিউল ইসলামের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমের হাতে আসে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনি (রিফাত হোসেন) ১ম বর্ষ ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষা (মানোন্নয়ন)-২০২৩ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর বিদ্যমান শৃঙ্খলা বিষয়ক বিধি ও শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আপনাকে ‘পরীক্ষায় অসদুপায় ও শান্তিমূলক ব্যবস্থা বিধিমালা-২০১৮’ এর ৪ ব্যাখ্যা (খ) উপবিধি অনুযায়ী মানোন্নয়ন পরীক্ষা ও অধ্যয়নরত সেমিস্টারের কন্টিনিউয়াস এসেসমেন্টসহ সেমিস্টার ফাইনালের সকল কোর্সের পরীক্ষা বাতিল এবং পরবর্তী ব্যাচের (Next available batch) সঙ্গে বাতিলকৃত সেমিস্টারের পরীক্ষা দিতে পারবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। পরবর্তীতে আপনি শাস্তি মওকুফের আবেদন করায় জুলাই/আগস্ট এর ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় আপনার শান্তি মওকুফের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, এ সুযোগ শুধুমাত্র একবারের জন্য বিবেচিত হবে।

এইদিকে পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা যায়, গত ২৫.০২.২০২৪ তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২০২৩ সেশনের ২০২৩ সালের ১ম বর্ষ ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষা (মানোন্নয়ন) PHY 1101 (Engg. Physics) বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থী মো: রিফাত হোসেন রিফা, আইডি: ১২০১৬০৫৩; রেজি, নম্বর: ০০০০১৪৮৬৮, সেশন ২০২০-২০২১ (পুনঃভর্তি ২০২১-২০২২) বিভিন্ন প্রশ্নের উত্তর মোবাইলের ধারনকৃত ইমেজ থেকে মূল উত্তরপত্রে লেখার সময় কক্ষ পরিদর্শক এর নিকট ধরা পড়েন। পরবর্তীতে সংশ্লিষ্ট প্রধান পরিদর্শক শিক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে প্রেরণ করেন। পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে উল্লিখিত শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিশ জারি করা হলে শিক্ষার্থী তার জবাব প্রদান করেন।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো.ফেরদৌস রহমান বলেন, বিষয়টি এখনো ফাইনাল নয়। শৃঙ্খলা বোর্ড শাস্তি মওকুফের সিদ্ধান্ত নিলেও এইটি একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট অনুমোদন পেলে তারপর সে পরীক্ষায় বসতে পারবে।
এক বছর পূর্বে বহিষ্কার হওয়া শিক্ষার্থী কিভাবে জুলাই আগস্ট বিবেচনায় শৃঙ্খলা বোর্ড শাস্তি মওকুফের সিদ্ধান্ত নেয় এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সে জুলাই বিপ্লবের আহত শিক্ষার্থী সে হিসেবে এটি বিবেচনা করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক ড.মো.তানজিউল ইসলাম বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত নয়। এখনো একাডেমি কাউন্সিল এবং সিন্ডিকেটের অনুমোদন বাকি আছে। আর চিঠিতে ভাষাগত কিছু ভুল রয়েছে রবিবার সেটি ঠিক করে পুনরায় দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD