সোহেল রানা, রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীতে জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে মহানগরীরর নানকিং দরবার হলে এই অনুষ্ঠান হয়।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের আয়োজন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহানগর জামায়াতে ইসলামের আমির ড. মো: কেরামত আলী।
সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম।মোড়ক অনুষ্ঠানে রাজশাহী বিভাগের জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও মুক্তিযুদ্ধের সঠিক তথ্য উপস্থাপন হয়নি। জুলাই বিপ্লবের সঠিক তথ্য যাতে লিপিবদ্ধ থাকে তার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেককে জন্য শ্রদ্ধা জানাই।
তিনি কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, শহীদদের জন্য আল্লাহ জান্নাত নির্ধারিত করে করেছেন। শহীদ পরিবারের জন্য এটা একটা সুসংবাদ। যারা জীবন দিয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। আজকে শহীদ পরিবারকে নিয়ে আমরা গর্বিত। কতজন শহীদ হয়েছেন তা এখনো নির্ধারন করা হয়নি তার কাজ চলছে।
অনেক পরিবার আছে তাদের লাশ এখনো পাইনি।
এসময় তিনি তিনিটি দাবি তুলে ধরেন, সেগুলো হলো:
১. কতজন শহীদ তা সরকারের কাজ বের করা। এর খবর রাষ্ট্র কে দিতে হবে।
২. অনেকে আহত হয়ে মানবেতর জীবন যাপন করছে, অনেক রিকশাচালকসহ দিনমজুর আহত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করা ও শহীদ পরিবারের পূর্ণবাসন ও পরিবারের একজনকে চাকরী দেওয়া।
৩. এ আন্দোলন সকল গণহত্যার বিচার করতে হবে। গণহত্যার আগে নির্বাচন নয়। তারপর প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে। ভোটার অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকলকে সজাগ থাকতে হবে। এদেশ নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দিবো না। সকলে মিলে সমৃদ্ধ আধুনিক ও ইসলামের বাংলা গড়ে তুললে তাদের ত্যাগের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা জানানো হয়।
জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এসময় জেলা জামায়াতের আমির অধ্যপক আব্দুল খালেক, মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈসাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply