এম এন উদ্দিন
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখার বিরূদ্ধে ব্যাপক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও আইন শৃঙ্খলা সভার রেজুলেশন জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন কাউখালী সদর ইউনিয়ের -২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রেজাউল কবির (স্বপন)
-শনিবার (২৮ মে) দুপুরে পিরোজপুর শহরের রোজ গার্ডেন হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেজাউল কবির স্বপন বলেন, কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখার বিরূদ্ধে ব্যাপক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও সাধারন মানুষের সাথে দুর্ব্যবহার করার প্রতিবাদে গত -২৪ এপ্রিল সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয় কাউখালী তে।
এতে ক্ষিপ্ত হয়ে খালেদা খাতুন রেখা ও ৩ নং কাউখালী সদর ইউনিয়ের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের যোগসাজশে গত -২৬ এপ্রিল অনুষ্ঠিত কাউখালী উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভায় উপস্থিত সদস্যদের বক্তব্য যথাযতভাবে উপস্থাপন না করে আমাদেরকে সন্ত্রাসী, খারাপ প্রকৃতির লোক ও ভূমিদস্যু আখ্যায়িত করে তার মনগড়া রেজুলেশন তৈরী করেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রেজাউল কবির স্বপন দাবী করেন ঐ সভায় উপস্থিত কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন তার নিজ ফেসবুক আইডিতে রেজুলেশনে জালিয়াতির ঘটনা প্রকাশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ এনায়েত খন্দকার, কাউখালী উপজেলা মহিলা শ্রমিক লীগের সহ-সভাপতি মনোয়ারা আক্তার মৌসুমি, কাউখালী উপজেলা মহিলা শ্রমিক লীগের সদস্য সচিব মাকসুদা বেগম লিপি, বীর মুক্তিযোদ্ধা সুকুমার ব্যাপারীর স্ত্রী ভুক্তভোগী গীতা রানী ব্যাপারী প্রমুখ।
পিরোজপুর প্রতিনিধি।
২৮ মে ২০২২ ইং
Leave a Reply