রাসেল ইসলাম, লালমনিরহাটঃ
লালমনিরহাটে জনসমাবেশে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণ চায় দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গনতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার জনদাবীতে লালমনিরহাটে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় লালমনিরহাট শহরের রেলওয়ে মুক্তমঞ্চে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সকল আশা যেন কুয়াশায় ঢাকা, এই কুয়াশা থেকে বেরিয়ে আসতে হবে। ছাত্রদের কোটা সংস্কার থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনের ফাঁকে বিএনপি ঢুকে পড়েছে। এ পর্যন্ত বিএনপি কোন ভুল করেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন। কৃষক তার উৎপাদিত ফসলের মূল্য পায়নি। সিন্ডিকেটের মাধ্যমে বাজার অস্থিতিশীল করা হচ্ছে। এজন্য ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলেও এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি না। এ দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা রাজনৈতিক নেতাদের সম্মান দিতে জানেন না। এ সরকার সংস্কারও করছে না নির্বাচনও দিচ্ছেনা। বিএনপিকে নির্মূল করার চেষ্টা করা হয়েছে, বিএনপি নিঃশেষও হয়নি নির্মূলও হয়নি। স্বৈরাচারী হাসিনা বিএনপিকে আন্দোলনের মাধ্যমে মরতে শিখিয়েছে। আমরা মরতে ভয় পাই না। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া কখনো মাথা নত করেনি, আমরাও মাথা নত করবো না। দেশনায়ক তারেক রহমান জনগণের কণ্ঠস্বর। নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে অনেকেই সহ্য করতে পারছে না। যদি বিএনপি ক্ষমতায় না আসে কারা ক্ষমতায় আসবে? স্বাধীনতা বিরোধীরা? যারা স্বাধীনতাকে স্বীকার করে না ৭ই নভেম্বরকে জানেনা শুধু জানে ৫ আগস্ট। স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না। আমরা ৩১ দফা দিয়েছি, ৩১ দফার মাধ্যমে আগামী রাষ্ট্র সংস্কার হবে, সবকিছুই এর মাঝে আছে। প্রয়োজনে আরো কিছু সংযোজন বিয়োজন হতে পারে। আমরা সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবি করছি, দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সাথে বিদায় নিন। দেশের মালিক জনগণ, গুটিকয়েক আমলা এদেশের মালিক নন। এ সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না। জনগণ চায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। জনগণ যা চায় তা বাস্তবায়ন করুন।
বিএনপির দেশব্যাপী ৯ দিনের কর্মসূচি শুরু হয়েছে আজ থেকে। বিএনপির দেশব্যাপী ৯ দিনের কর্মসূচি সফল করতে ৬ জেলায় সফরে রয়েছেন কেন্দ্রীয় নেতারা। তার’ই অংশ হিসেবে এ জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এছাড়াও লালমনিরহাট জেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply