সোহেল রানা,রাজশাহী, প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজলার বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগর সদস্য জাবর আলীর জামিন নামঞ্জুর কর কারাগার প্ররণর নির্দশ দিয়ছ মহামান্য আদালত। বুধবার রাজশাহীর আদালত জামিনর আবদন কর। মহামান্য আদালতর বিচারক কামরুন নাহার জামিন না দিয় কারাগার পাঠানার নির্দশ দয়।
জানাগছ, গত ১১ অক্টাবর বাসুপাড়া ইউনিয়নর বীরকয়া গ্রামর ছামাদর ছল আশরাফুল ইসলামর উপর হামলার ঘটনা ঘট। হত্যার উদ্দশ্য কুপিয় সারা শরীর রক্তাক্ত কর। স্থানিয়রা তাক উদ্ধার কর মডিকল ভর্তি কর। ওই ঘটনায় ১৫ অক্টাবর আশরাফুল ইসলাম বাদী হয় জাবর আলী সহ ১৯ জনর নাম উল্লখ কর এবং ১০-১৫ জনক অজ্ঞাত দখিয় মামলা করা হয়। মামলার পর থক নিজক আড়াল রাখ জাবর আলী।
ওই মামলায় বশ কয়কজন জামিন নিলও জামিন নননি জাবর আলী। দীর্ঘ সময় পর জামিন চাইল বিচারক জামিন নামঞ্জুর কর। এর আগ জাবর আলীর বিচারর দাবীত এলাকাবাসীর পক্ষ থক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়ছিল। জাবর আলীর বিরুদ্ধ এলাকাবাসীর একাধিক মামলা হয়েছে।
Leave a Reply