রাসেল ইসলাম, লালমনিরহাটঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় কলেজের অধ্যক্ষ পদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুরুজ্জামান নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে আটককৃত নুরুজ্জামানকে লালমনিরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল রবিবার বিকেলে হাতীবান্ধা মডেল কলেজ থেকে তাকে আটক করা হয়। আটককৃত নুরুজ্জামান গড্ডিমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি। এছাড়াও তিনি নিজেকে হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দাবি করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে হাতীবান্ধা মডেল কলেজের অধ্যক্ষের পদটি তিনজন দাবি করে আসছেন। অধ্যক্ষ পদটির দাবিকৃতরা হলেন, হাছেন আলী, নুরুজ্জামান, সালমা বেগম। এমন অবস্থায় গতকাল রবিবার দুপুরে কলেজটি পরিদর্শনে আসেন শিক্ষা অধিদপ্তরের লোকজন। এ সময় নুরুজ্জামানের লোকজনের সাথে আর এক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছেন আলীর লোকজনের সংঘর্ষ বাধে। পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যুবলীগ নেতা নুরুজ্জামানকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছেন আলী বলেন, নুরুজ্জামানের লোকজন অতর্কিত ভাবে কলেজে হামলা চালিয়ে কলেজ দখলের চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, কলেজে হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply