লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে চলতি অর্থ বছরের ২০২১-২০২২ খরিপ-১, মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার ১২ টার দিকে রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বর থেকে এসব বীজ ও সার বিতরণ করা হয়। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভার) আশরাফুল আলম রাশেল। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ। উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুঁম চৌধুরী জানান, প্রথম পর্যায় ১ হাজার কৃষককে ৫ কেজি ধান বীজ, ২০কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।অনুষ্টান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহাদাৎ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ বাবুল আকতার, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আফছার হোসেন, মাসুদ রানা, আমিনুল ইসলাম, মাকসুদা পারভীন রিক্তা, প্রমূখ।
Leave a Reply