বেরোবি প্রতিনিধি:-
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে বরিশাল জেলা শিক্ষার্থী সংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের১২ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ইয়ামিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ নাজমুল আহসান খান।
রবিবার (১৬ মার্চ) বিকাল ৫টায় বরিশাল জেলা ছাত্র সংঘের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীরা নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সহ-সভাপতি নাহিদা আক্তার নিপা, আরিফ হোসেন ও জান্নাতুন নাহার জেরিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদ ইমতিয়াজ রাফি ও ফারিয়া জান্নাত দৃষ্টি। সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুল ইসলাম সোহান।
এছাড়া, দপ্তর সম্পাদক আকাশ চন্দ্র, অর্থ সম্পাদক রাব্বি হাসান শান্ত, প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক হাফিজুল ইসলাম খান ও মোঃ সাইফুল ইসলাম খান, সাংস্কৃতিক সম্পাদক আরাফাত হোসেন ও তারিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ রাফি ও মোঃ রেদোয়ান হোসেন দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জুঁই দাস, ইসতিয়াক মাহমুদ সজিব ও মোসাঃ তাসমিম জাহান ইমু।
বিশ্ববিদ্যালয়ের এম আই এস বিভাগের সহযোগী অধ্যাপক ও উপদেষ্টা আশরাফুল আলম বলেন, বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংঘ বেরোবিতে একটি অন্যন্য সাধারণ সংগঠন। সুদূর বরিশাল থেকে আগত শিক্ষার্থীদের যে কোনো সহায়তায় এই সংগঠন সর্বদা পাশে থাকে। গণতান্ত্রিক চর্চা, আন্ত:যোগাযোগ বৃদ্ধি ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষে প্রতি বছরের ন্যায় সম্মানীত উপদেষ্টাগণের সম্মতিতে ২০২৫ এর নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আমি নতুন কমিটির সাফল্য কামনা করছি। তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
নবনির্বাচিত সভাপতি ইয়ামিন বলেন, আগামীতে বরিশালের শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণ ও সাংস্কৃতিতে উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করবে। আমাদের সংগঠনের মাধ্যমে শুধু বরিশাল ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষায় নেতৃত্বে উন্নতই নয় রংপুরের অসহায় মানুষের কল্যাণ ও উন্নতিতে কাজ করবে। রংপুর বিভাগ সকল জেলার সাথে বরিশালের সবার ভ্রাতৃত্বপূর্ন সম্পর্ক আমরা সকাল জেলা সংগঠন মিলে বাংলাদেশী ঐক্য সৃষ্টি করবো দেশরে সেবা স্বাধীনতা সার্বভৌমত্বে রক্ষার ভুমিকা রাখবো। বিশ্ববিদ্যালয়ের ডিগনিটিকে ধারণ করে, বরিশালের ভ্রাতৃত্ব ও কল্যাণে একসাথে এগিয়ে যাবে রংপুর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল বলেন, প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে আমাকে সংগঠনটির নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য।আমরা বরিশালের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। পরিশেষে, প্রাণের সংগঠন বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংঘ, বেরোবি-এর প্রতিটি সদস্যদের সার্বিক কল্যাণে কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর।
Leave a Reply