এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধঃ
রাজশাহীর অক্টর মোড় থেকে খড়খড়ি বাইপাস পর্যন্ত সড়ক প্রশস্ত ও ফ্লাইওভারের নির্মাণকাজ ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই এলাকার মানুষ।
তবে প্রকল্পের ব্যয় বাড়ায় টাকার অভাবে কাজ বন্ধ রয়েছে স্বীকার করে শিগগিরই আবার শুরুর কথা জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম গ্রুপ।
জানা গেছে, ২৬৪ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালে শুরু হয় রাজশাহীর অক্টয় মোড় থেকে খড়খড়ি বাইপাস পর্যন্ত ৪.৮ কিলোমিটার সড়ক প্রশস্তের কাজ। প্রকল্পের আওতায় রাজশাহীর প্রথম ৮০০ মিটার ফ্লাইওভারের নির্মাণকাজও রয়েছে।
চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ছয় মাস ধরে বন্ধ রয়েছে কাজ। এতে ক্ষুব্ধ নগরবাসী। এ অবস্থায় প্রকল্পের ব্যয় ৩৮ কোটি টাকা বাড়ানো হয়েছে জানিয়ে দ্রুত কাজ শুরু করার কথা জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা।
আব্দুল মোনেম লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মাহমুদুল হাসান জানান, আগামী ২২ তারিখ থেকে কাজ শুরু করছি এবং ৩০শে জুনের মধ্যেই আমরা প্রকল্পটি হ্যান্ডওভার করব।
তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হচ্ছে বলে জানান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ। প্রকল্পের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply