সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
চৈত্র মাসের মাঝামাঝিতে এসে দেশের সাতটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিনের মধ্যে আরও বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রাজশাহী, রাঙামাটি, ফেনী, সীতাকুণ্ড, যশোর, বাগেরহাট ও পটুয়াখালী অঞ্চলে বর্তমানে মৃদু তাপপ্রবাহ চলছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আগামী দুই-তিন দিনের মধ্যে তাপপ্রবাহের বিস্তার বাড়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনা নেই।
তাপমাত্রার স্তর
মৃদু তাপপ্রবাহ: ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস
মাঝারি তাপপ্রবাহ: ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস
তীব্র তাপপ্রবাহ: ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস
অতি তীব্র তাপপ্রবাহ: ৪২ ডিগ্রির বেশি
বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও রাঙামাটিতে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৯ ডিগ্রি সেলসিয়াস।
Leave a Reply