মোঃ জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে অড়হর ডালের বীজ বপনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার(২০এপ্রিল) সকালে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কাটাখালী ব্রীজ সংলগ্ন প্রধান সড়কের দু’পাশে উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই বীজ বপনের শুভ উদ্বোধন করেন, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন।
উক্ত বীজ বপনের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহেদুজ্জান নূর, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান,খন্দকার মঞ্জুরুল হক, রবিউল ইসলাম, ত্রিশুলী রাংসাসহ অত্র এলাকার সর্বস্তরের কৃষকগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন সড়কের দু’পাশে ঔষধি প্রজাতির এই অড়হর ডালের বীজ বপন করা হচ্ছে। এতে ওই গাছগুলো রাস্তার দু’পাশের সৌন্দর্য বৃদ্ধিসহ নানা ঔষধের পাশাপাশি অড়হর থেকে উৎপাদিত ফসলগুলো সাধারণ ডাল হিসেবেও খাওয়া যাবে।
Leave a Reply