সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুর জেলার ইসলামপুুরের প্রাচীনতম নারী শিক্ষা প্রতিষ্ঠান জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল এন্ড কলেজ সরকারিকরণ করায় আনন্দ মিছিল করেছে কলেজ পরিবার।
বৃহস্পতিবার দুপুরে পরিচালনা পর্ষদ, অভিভাবক ও শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন।
মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
জানা যায়, ইসলামপুর উপজেলার সবচেয়ে প্রাচীনতম নারী শিক্ষা প্রতিষ্ঠান জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল এন্ড কলেজটি প্রতিষ্ঠার ১০৫ বছর পর সরকারিকরণ হওয়ায় আনন্দ প্রকাশ করেছে অভিভাবক, সচেতন মহল ও সুধী সমাজ।
অভিভাবকরা বলেন, আমাদের সন্তানের অল্প খরচে সরকারি প্রতিষ্ঠানে লেখাপড়া করবে তাই আমরা খুব খুশি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাচীনতম এ নারী শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করায় ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল লতিফ সরকার, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, প্রভাষক খলিলুর রহমান, রুহুল আমীন, আমজাদ হোসেন, নাহিদা আক্তার সুলেখাসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর।
০২.০৬.২০২২
Leave a Reply